BREAKING NEWS. দঃ ২৪ পরগনার মহেশতলা এলাকায় গঙ্গায় ডুবে গেল বাংলাদেশী বার্চ

12th March 2020 রাজ‍্য
BREAKING NEWS. দঃ ২৪ পরগনার মহেশতলা এলাকায় গঙ্গায় ডুবে গেল বাংলাদেশী বার্চ


বানের তোড়ে কার্যত ডুবেই গেল বাংলাদেশি বার্চটি। এই মুহূর্তে ভেতরে কারোরই আটকে থাকার সম্ভাবনা নেই কারণ রিভার পুলিশ এবং অপর একটি বাংলাদেশী জাহাজের লোকেরাই তাদেরকে উদ্ধার করে বেশ খানিকক্ষণ আগে পাড়ে তুলে দিয়েছিল। জানা গেছে , কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশী জাহাজের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আকরার কাছে ধাক্কা লাগে। ধাক্কা লাগায় বাংলাদেশি জাহাজ বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বাটার দিকে পারে  দাঁড়িয়ে পড়ে। অপরদিকে পোর্ট  ট্রাস্টের জাহাজটিকে গঙ্গার মাঝখানে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার এর দিকে নিয়ে যাওয়া হয় ।  ঘটনাস্থলে পোর্ট এর পুলিশ আসে  এবং বাংলাদেশি জাহাজটিকে উদ্ধার করার চেষ্টাও শুরু হয় । বাংলাদেশ থেকে আসা জাহাজটি সিএসসির ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। পোর্ট ট্রাস্টের জাহাজটি তার বিপরীত দিক থেকে আসছিল।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।